NEWSTV24
গাজায় যুদ্ধবিরতির আহ্বান মালয়েশিয়া ও নিউজিল্যান্ডের
সোমবার, ০২ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৩৫ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

মালয়েশিয়া ও নিউজিল্যান্ড অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এক যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান উভয় দেশের প্রধানমন্ত্রী।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস লাক্সন বলেন, আমরা উভয়ই অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাই। আমরা চাই উভয় দল আলোচনার টেবিলে ফিরে আসুক এবং একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধান খুঁজে বের করার জন্য খুবই ঐক্যবদ্ধ হোক। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহিম বলেন, বর্তমানে যুদ্ধবিরতির জোর সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে না। সেজন্য কয়েকটি দেশ, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সদিচ্ছার অভাব আছে। অথচ তারা সংঘর্ষ থামাতে তাদের প্রভাব প্রয়োগ করতে পারতো।

উল্লেখ্য, চলমান গাজা যুদ্ধে ইসরাইলি হামলায় অন্তত ৪০ হাজার ৭৮৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরো ৯৪ হাজার ২২৪ ফিলিস্তিনি আহত হয়েছে।

সূত্র : আল জাজিরা