NEWSTV24
গাজায় শিশুদের পোলিও টিকাদান কার্যক্রম শুরু
রবিবার, ০১ সেপ্টেম্বর ২০২৪ ২৩:১৬ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

গাজায় শুরু হচ্ছে শিশুদের পোলিও টিকাদান কার্যক্রম। জাতিসংঘের সংস্থাগুলো ও স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের যৌথ প্রচেষ্টায় উচ্চাভিলাষী এই উদ্যোগে এবার গাজার ৬ লাখ ৪০ হাজার শিশুকে পোলিও টিকা খাওয়ানোর পরিকল্পনা করা হয়েছে।

আজ রোববার থেকে প্রথম দফায় শিশুদের পোলিও টিকা খাওয়ানো শুরু হবে। কার্যক্রমটি নির্ভর করছে ইসরায়েলি বাহিনী ও হামাস যোদ্ধাদের মধ্যে লড়াইয়ে এলাকাভিত্তিক বিরতির ওপর।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, সুফল পেতে হলে অল্প সময়ের মধ্যে গাজার ১০ বছরের কম বয়সী শিশুদের অন্তত ৯০ শতাংশকে টিকার আওতায় আনতে হবে। গাজায় ২৫ বছরের মধ্যে প্রথম পোলিও আক্রান্ত একটি শিশু শনাক্ত হয়েছে। জাতিসংঘের একজন বিশেষজ্ঞ বলেছেন, খুব সম্ভবত আরও শিশু আক্রান্ত হয়েছে এবং এখনই ভাইরাসটিকে প্রতিহত করা না গেলে বিস্তৃত অঞ্চলজুড়ে সেটির প্রাদুর্ভাব দেখা দিতে পারে।