NEWSTV24
ঈদুল আজহা উপলক্ষে হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবি'র
বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১ ১০:১৩ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

দিনাজপুরের হিলি সীমান্তে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-কে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।বুধবার (২১ জুলাই) ঈদের দিন সকালে হিলি সীমান্তের শূন্য রেখা হিলি চেকপোষ্ট গেটে বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার শওকত আলী মোল্লা ভারতের হিলি ক্যাম্পের বিএসএফ-এর কমান্ডার রমাকান্ত সিংকে মিষ্টির প্যাকেট উপহার দেন। এসময় বিজিবি-বিএসএফ এর একাধিক সদস্য উপস্থিত ছিলেন।হিলি বিজিবি ক্যাম্প কমান্ডার শওকত আলী মোল্লা সাংবাদিকদের বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বিজিবির অধিনায়কের পক্ষে বিএসএফকে মিষ্টি উপহার দেওয়া হয়েছে। সীমান্তে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলিতে বিজিবি-বিএসএফ একে-অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকে।