
‘সবার উপরে দেশ’ স্লোগান নিয়ে ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে।
আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে দলটির আত্মপ্রকাশের বিষয়ে জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, সাবেক সামরিক কর্মকর্তা, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার দেশপ্রেমিক নাগরিকদের উদ্যোগে এ রাজনৈতিক দল আগামী জুন মাসের মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে।
সংবাদ সম্মেলনে আত্মপ্রকাশ হতে যাওয়া দলটির পক্ষ থেকে লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মো. মেহেদী হাসান বলেন, ‘জুলাই বিপ্লবের আত্মত্যাগ ও স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে এই প্ল্যাটফর্ম গঠিত হয়েছে। লক্ষ্য হচ্ছে, সব নাগরিকের সমান অধিকার, ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা, কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা, সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে স্থায়ী সুশাসন প্রতিষ্ঠা করা।’
মেহেদী হাসান আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ও প্রচলিত রাজনৈতিক দলগুলো ‘জুলাই বিপ্লবের মূল চেতনা’ থেকে সরে এসেছে। এতে পলাতক ফ্যাসিস্টদের লাল পাসপোর্ট নিয়ে দেশ ত্যাগ, শহীদদের পরিবারের প্রতি অবহেলা, আহতদের পুনর্বাসনের ঘাটতি এবং চিহ্নিত দোষীদের রাজনৈতিক পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে।
ক্যাপ্টেন (অব.) মো. শফিকুর ইসলাম বলেন, ‘নতুন দলের উদ্দেশ্য হচ্ছে, এটি ক্ষমতার লোভ নয়, বরং সুশাসন, ন্যায়বিচার ও জনকল্যাণ প্রতিষ্ঠার জন্যই কাজ করবে। রাজনীতিকে ব্যবসা নয়, বরং পবিত্র দায়িত্ব হিসেবে তুলে ধরতে চাই আমরা। রাজনীতি মানে অনেকের কাছে চাঁদাবাজি, দুর্নীতি, অপকর্মে জড়িত হওয়ার অন্যতম মাধ্যম। আমরা সেসব থেকে ভিন্ন কিছু করতে চাই। আমাদের এখানে কোনো অসৎ লোকের স্থান হবে না।’
সংবাদ সম্মেলনে জনকল্যাণকেন্দ্রিক সেল গঠনের কথাও জানানো হয়। বলা হয়, নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশের সঙ্গে সঙ্গেই বিভিন্ন জনকল্যাণমুখী সেল, যেমন নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ সেল, স্বাস্থ্য সুরক্ষা সেল, নিরাপত্তা ও আইনি সহায়তাবিষয়ক সেল, কৃষি, মৎস্য ও ভেটেরিনারি সেল, শিক্ষা সেল, মিডিয়া ও সাংস্কৃতিক সেল, যুব উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন সেল, নারী ও শিশুবিষয়ক সেল, জাতীয় ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সেল ইত্যাদি গঠন করা হবে।
সমর্থনের আহ্বান জানিয়ে দলটির এ উদ্যোগে অংশ নিতে চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, সাবেক সামরিক কর্মকর্তা, সাংবাদিক, কৃষিজীবীসহ দেশের সব শ্রেণি-পেশার দেশপ্রেমিক নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়।