স্টার্টআপের আওতায় সর্বোচ্চ এক কোটি টাকা ঋণ দিতে পারে ব্যাংকনতুন টাকা ছাপাতে এবার খরচ হচ্ছে তিন গুণগাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪২ডিসেম্বরে নির্বাচনের সম্ভাব্য প্রস্তুতি কমিশনেরতৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প
No icon

বিশেষ কিছু দলকে সুবিধা দেওয়ার জন্য সংস্কার চলছে : মির্জা আব্বাস

‘ওদের হাতের, ওদের কলমের কোনো সংস্কার আমরা সহজে মেনে নেব না। সংস্কার যদি করেন, আমরা কারেকশন (সংশোধন) করব। বিএনপি সেই কারেকশন অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলেমিশে ঠিক করে তা জাতির কাছে তুলে ধরবে। ওই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী, যারা এ দেশের নাগরিক পর্যন্ত নয়, তাদের দিয়ে আপনারা সংস্কার করবেন, এটা আমরা মেনে নেব না।’ গতকাল বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখা আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ কথাগুলো বলেন।