আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট হবে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার২০২৫-২৬ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করা হবে ২ জুন দেশের ৩৫টি সাবরেজিস্ট্রি অফিসে দুদকের অভিযানপ্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজদূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৬ষ্ঠ
No icon

চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল

উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনের উদ্দেশে রওনা দেবেন। রোববার রাতে এ তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন। সেই কারণে আমরা জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা আজ তাকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম।মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক কোনো আলোচনা হয়নি। খালেদা জিয়া আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়েছেন। গণতন্ত্র ও জনগণের পক্ষে কাজ করতে বলেছেন।