
ফ্যাসিবাদ পতনের সময় গড়ে ওঠা ঐক্য ধরে রেখে সামনে এগিয়ে যেতে হবে বলে মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। দেশের ছাত্র, শ্রমিক ও জনতার অভ্যুত্থানের নতুন স্বপ্নকে এগিয়ে নিতে ওই ঐক্য ধরে রাখা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক গণসংলাপে জোনায়েদ সাকি এসব কথা বলেন। ‘রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার’ দাবিতে এ গণসংলাপ অনুষ্ঠিত হয়। গণসংহতি আন্দোলনের ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের কমিটি এ সংলাপের আয়োজন করে।
১৯৭২ সালের সংবিধানও জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে পারেনি জানিয়ে জোনায়েদ সাকি বলেন, স্বৈরাচার সরকার মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে শাসনব্যবস্থা কায়েম করে রেখেছিল। নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় স্বৈরাচারের ওই শাসনব্যবস্থা ভেঙে জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। এ জন্য জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।