গাজায় ইসরায়েলি বোমা হামলায় নিহত আরও ৩৭ ফিলিস্তিনিশীতের দাপটে কাঁপছে পঞ্চগড়, বিপর্যস্ত জনজীবনবসুন্ধরার চেয়ারম্যানসহ পরিবারের ৮ সদস্যের বিদেশে থাকা সম্পদ জব্দের আদেশবাংলাদেশিদের জন্য বন্ধ হলো ত্রিপুরার হোটেলআসছে নতুন নোট, থাকছে জুলাই বিপ্লবের গ্রাফিতি
No icon

চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়াকে

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য শিগগিরই বিদেশে নেওয়া হবে। তাঁকে প্রথমে নেওয়া হবে যুক্তরাজ্যে। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কেও জানানো হয়েছে। বিএনপির দায়িত্বশীল সূত্র ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র আরও জানিয়েছে, খালেদা জিয়ার চিকিৎসকদের পক্ষ থেকে লন্ডনে কয়েকটি হাসপাতালের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে।

জানতে চাইলে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘লন্ডনে তীব্র শীত পড়ার আগেই আমরা বেগম জিয়াকে সেখানে নিতে চাই। এ জন্য বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স দরকার। সেই এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করার চেষ্টা চলছে।’