দ্বিকক্ষবিশিষ্ট সংসদসহ যেসব প্রস্তাব চূড়ান্ত করল বিএনপিইউক্রেন যুদ্ধ বৈশ্বিক যুদ্ধে রূপ নিচ্ছে: পুতিনগুমের সঙ্গে জড়িতরা রাজনীতিতে ফিরতে পারবে না: প্রেস সচিব৫ দেশ ভ্রমণে বাংলাদেশিদের জন্য সতর্কতাইসরায়েলি হামলায় লেবাননে একদিনে নিহত ৫৯
No icon

জামায়াতকে বিভেদ তৈরি না করার আহ্বান : শাহাদাত হোসেন

জাতীয়তাবাদী ও ইসলামি শক্তির মধ্যে কোনো বিভেদ তৈরি না করার জন্য জামায়াতে ইসলামীর প্রতি আহ্বান জানিয়েছেন ১২ দলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন। তিনি বলেন, গত ৫ আগস্টের বিজয়ের পর স্বৈরাচারের বিপক্ষে লড়াই করা দুটি বড় রাজনৈতিক দলের মধ্যে ভুল–বোঝাবুঝি ও দূরত্ব সৃষ্টিকে জনগণ অনাকাঙ্ক্ষিত বলে মনে করে।

আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘দেশের বিরাজমান পরিস্থিতি ও জনগণের প্রত্যাশা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে শাহাদাত হোসেন এ কথা বলেন। 

১২ দলীয় জোটের মুখপাত্র বলেন, ‘৪২টি রাজনৈতিক দল যুগপৎ আন্দোলন করেছে। জামায়াত কখনো যুগপৎ আন্দোলনে ছিল, কখনো ছিল না। আমরা জাতীয়তাবাদী ও ইসলামি শক্তির একটি ঐক্য চাই। আমরা যারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। আমাদের মধ্যে যেন বিভেদ-বিভ্রান্তি না থাকে। এটা গণতান্ত্রিক চেতনার জন্য, শহীদদের রক্তের প্রতি সম্মান প্রদর্শনের জন্য অত্যন্ত জরুরি।’

শাহাদাত হোসেন বলেন, ‘জামায়াতের প্রতি আমাদের বিশেষ বার্তা হচ্ছে, জামায়াতে ইসলামী ১৯৮৬ সালে আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে গেছে। সেটা জনগণ মেনে নেয়নি। ১৯৯৬ সালে নির্বাচনে জামায়াত আলাদাভাবে নির্বাচন করেছে। এতে বিএনপি-জামায়াত উভয় দলই ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে দেশে ফ্যাসিস্ট সরকার কায়েম হয়েছে। না হয় ’৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারত না। এটার জন্য জামায়াত দায়ী। জামায়াতের প্রতি আমাদের আহ্বান থাকবে, আমরা যারা স্বৈরাচারের পতনে রক্ত দিয়েছি, আমরা যেন একসঙ্গে পথ চলতে পারি।’