১৮ জুলাই পালিত হবে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস’মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টাদেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাসআগামী বছরের শুরুতেই নির্বাচন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ড. ইউনূসমগবাজারে আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের রহস্যজনক মৃত্যু
No icon

পাসপোর্ট হাতে পেলেন খালেদা জিয়া

সাজা মওকুপর পর মঙ্গলবার মুক্তি পেয়েছেন বিএনপি প্রধান তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এ বার পেয়ে গেলেন পাসপোর্টও। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’য় প্রকাশ, মঙ্গলেই তাঁর পাসপোর্ট পুনর্নবীকরণ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই সেই পাসপোর্ট তুলে দেওয়া হয়েছে চিকিৎসাধীন বিএনপি নেত্রীর হাতে। সে দেশের সাধারণ নাগরিকদের জন্য যে সবুজ রঙের পাসপোর্ট দেওয়া হয়, সেই পাসপোর্টই পেয়েছেন তিনি। বুধবার বাংলাদেশের অভিবাসন ও পাসপোর্ট দফতর থেকে এ তথ্য নিশ্চিত করেছে । উল্লেখ্য, বাংলাদেশে মোট তিন ধরনের পাসপোর্ট হয়। সবুজ রঙের পাসপোর্ট সাধারণের ব্যবহারের জন্য। নীল রঙের পাসপোর্ট (অফিশিয়াল পাসপোর্ট) সরকারি পদস্থ আধিকারিকদের জন্য। এ ছাড়া রয়েছে লাল রঙের পাসপোর্ট (কূটনৈতিক পাসপোর্ট) যা সে দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কিংবা সাংসদরা ব্যবহার করেন।