আগামী ৩ দিন যেমন থাকবে আবহাওয়া ১২ মে এসএসসির ফল প্রকাশ: ঘরে বসেই জানা যাবে টানা ১১ বার সিআইপি মহিউদ্দিন মোনেমঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ডেভিড মিলছয় মাস পর আজ বিএনপির সমাবেশ
No icon

গণতন্ত্র মঞ্চের তিন দিনের কর্মসূচি ঘোষণা

তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। এরমধ্যে আগামী ১০ই অক্টোবর আলোচনা সভা, ১২ই অক্টোবর ছাত্র কনভেনশন এবং ১৮ই অক্টোবর সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ।বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় গণতন্ত্র মঞ্চের পরিচালনা কমিটির সভায় এসব কর্মসূচি ঘোষণা করা হয় বলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে।সভায় নেতৃবৃন্দ বলেন, সরকারী দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করেছেন বাংলাদেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে তারা ক্ষমতায় থাকার পাঁয়তারা করছেন। সরকারি দল দেশের জনগণ নয়। বরং বিদেশি শক্তির অনুগ্রহ নিয়ে তাদের অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়।তারা আরো বলেন, দেশের সার্বভৌমত্ব বিরোধী এ ধরনের কোন অপতৎপরতা দেশের মানুষ বরদাস্ত করবে না। সকল দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এই অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সম্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন।