রপ্তানি লক্ষ্যমাত্রায় পিছিয়ে তৈরি পোশাক খাতঢাকাসহ ৫ বিভাগে বৃষ্টির আভাস, অব্যাহত থাকবে তাপপ্রবাহপ্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশুস্কুল-মাদ্রাসা খুলছে আজ, বন্ধ থাকছে ২৫ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানআজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
No icon

শিশুদের মাস্ক পরার বিষয়ে যে নির্দেশনা জারি করল ডাব্লিউএইচও

মাস্ক পরা নিয়ে শিশুদের উপর নতুন নির্দেশনা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি বলছে, ১২ বছর বা এর বড় বয়সের শিশুদের মাস্ক পরতে হবে।বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরো বলছে, পাঁচ বছর বা এর কম বয়সী শিশুদের মাস্ক পরার তেমন কোন দরকার নেই। শিশুদের করোনা সংক্রমণের বিষয়টি পুরোপুরি জানা না গেলেও কিশোররা বড়দের মতই করোনার সংক্রমণ ঘটতে পারে।করোনায় এখন পর্যন্ত বিশ্বে ৮ লাখের বেশি মানুষ মারা গেছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, ২ কোটি ৩০ লাখের বেশি করোনা রোগী এখন পর্যন্ত শনাক্ত হয়েছে। এদের মধ্যে বেশিরভাগ যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতে। করোনার সংক্রমণ কিছুটা কমলেও দক্ষিণ কোরিয়া,লেবানন এবং ইউরোপের রাষ্ট্রগুলোতে বাড়ছে করোনা সংক্রমণ।