গাজায় ইসরায়েলি হামলা চলছেই, নিহত আরও ৬১রোহিঙ্গা ক্যাম্পে সড়ক দুর্ঘটনায় নারী এনজিও কর্মী নিহতএলপিজি সিলিন্ডারের দাম বাড়লরেমিট্যান্স পাঠানোর তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্রদেড় লাখ বছর পর দেখা ধূমকেতু
No icon

বিএফসিসি অপারেশন শাখায় শিক্ষানবিশ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) অপারেশন শাখায় পেন্ট্রিম্যান পদে ছয় মাসের জন্য শিক্ষানবিশ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ সময় ২০ মার্চ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পেন্ট্রিম্যান পদে ছয় মাসের জন্য ইন্টার্ন নেওয়া হবে। প্রত্যেক ইন্টার্নকে দৈনিক হাজিরা সাপেক্ষে ৬০০ টাকা হারে সম্মানী দেওয়া হবে। দৈনিক আট ঘণ্টা ডিউটি করতে হবে।

আবেদনের যোগ্যতা

প্রার্থীকে কমপক্ষে এইচএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২০ মার্চ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি। নারী প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৩ ইঞ্চি। প্রার্থীদের সুঠাম দেহের অধিকারী হতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত ইন্টার্নকে বিএফসিসিতে ভর্তির সময় পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট বাধ্যতামূলকভাবে সঙ্গে আনতে হবে। এ ছাড়া বিমান মেডিকেল থেকে শারীরিক ফিটনেস প্রতিবেদনও সংগ্রহ করতে হবে। 

যেভাবে আবেদন

আবেদনপত্রে নাম, পিতার নাম, মাতার নাম, জন্মতারিখ, বয়স, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, উচ্চতা, ধর্ম, জাতীয়তা, মোবাইল নম্বর, ই-মেইল, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মসনদ নম্বর, বৈবাহিক অবস্থা, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পোষ্য কি না, তা উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে তিন কপি পাসপোর্ট সাইজ ও তিন কপি স্ট্যাম্প সাইজ ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও ট্রান্সক্রিপ্টের ফটোকপি, নিজ জেলার সমর্থনে ইউনিয়ন পরিষদ/পৌরসভার মেয়র/সিটি করপোরেশন/ওয়ার্ড কমিশনারের প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ ও মুক্তিযোদ্ধা সনদের (মুক্তিযোদ্ধা পোষ্যদের ক্ষেত্রে) সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। নিয়োগসংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানা যাবে এই লিংকে

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

ব্যবস্থাপক প্রশাসন, বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুর্মিটোলা, ঢাকা বরাবর নির্ধারিত বাক্সে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়

২০ মার্চ, ২০২৪।