জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণসৌদিতে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আজ বৈঠক করবে ইউক্রেনবিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরে গেলেন মাহমুদউল্লাহবনানী সড়কের অবরোধ তুলে নিলেন পোশাকশ্রমিকরাকঙ্গোয় নৌকাডুবিতে নিহত অন্তত ২৫
No icon

রমজানে কর্মস্থলে যাওয়া, বৈষয়িক কাজকর্ম ও জোহরের আমল

কর্মস্থলে যাওয়ার আগে যদি কিছু সময় ঘুমাতে চান, তাহলে এ ঘুমের মাধ্যমে ইবাদত ও রিজিক অন্বেষণের জন্য শক্তি অর্জনের নিয়ত করবেন। যাতে করে এ ঘুমের মাধ্যমেও সওয়াব পেতে পারেন, ইনশাআল্লাহ। ইসলামি শরিয়ত যেসব কথা ও কাজকে ঘুমের আদব হিসেবে নির্ধারণ করেছে, সেগুলো পালনে যত্নবান হবেন।

এরপর নিজ কর্মস্থলে যাবেন। জোহরের নামাজের ওয়াক্ত কাছাকাছি এলে শিগগিরই আজানের আগে অথবা আজানের পরপরই মসজিদে হাজির হবেন। নামাজের জন্য আগে থেকেই প্রস্তুত হয়ে থাকবেন। মসজিদে পৌঁছে ফরজ নামাজের আগে ‘জোহরের চার রাকাত সুন্নত’ নামাজ আদায় করবেন। তারপর কোরআন তিলাওয়াতে মনোনিবেশ করবেন, যতক্ষণ পর্যন্ত না জামাত শুরু হয়। এরপর জামাতের সঙ্গে ফরজ নামাজ আদায় করবেন। ফরজ নামাজের পর ‘জোহরের দুই রাকাত সুন্নত নামাজ’ আদায় করবেন। নামাজ আদায় শেষে ডিউটির বাকি অংশ সম্পন্ন করবেন। ডিউটি শেষে বাসায় ফিরে আসবেন।