ঢাকায় আজও বৃষ্টির সম্ভাবনা, যেমন থাকবে তাপমাত্রাঢাকার রাস্তায় গতি বেড়েছেন্যায়বিচারের দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরেক মাস বাড়লবৃষ্টি ও উজানের ঢলে তিস্তায় ফের পানি বৃদ্ধি, বন্যার শঙ্কা
No icon

দাজ্জালের নিদর্শনাবলি


ইবনে উমার রা: থেকে বর্ণিত- রাসূলুল্লøাহ সা: লোকদের সামনে দাজ্জাল সংক্রান্ত আলোচনা করে বললেন, ‘নিশ্চয় আল্লাহ কানা নন। সাবধান! মসিহ দাজ্জালের ডান চোখ কানা এবং তার চোখটি যেন (গুচ্ছ থেকে) ভেসে ওঠা আঙ্গুর।’ (অর্থাৎ অন্য চোখটির তুলনায় এ চোখটি বাইরে বেরিয়ে থাকবে)
রিয়াদুস সালেহিন-১২/১৮২৮ বুখারি-১৩৫৫, মুসলিম-১৬৯, আহমাদ-৪৭২৯