সাগরে লঘুচাপ, ভারি বৃষ্টির আভাসচলতি মাসেই ২০০ প্রার্থী চূড়ান্ত বিএনপিরশিশুখাদ্যে শতভাগ এলসি মার্জিন নেওয়া যাবে নাসাবেক-বর্তমান ২৫ সেনা কর্মকর্তাসহ আসামিরা না এলে পত্রিকায় বিজ্ঞপ্তিপ্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল
No icon

কোনো মুসলিমের দোষত্রুটি গোপন রাখা

রাসূল সা: বলেছেন, এক মুসলিম আরেকজন মুসলিমের ভাই। সে তার ওপর জুলুম করে না এবং তাকে শত্রুর হাতে সমর্পণও করে না। আর যে তার ভাইয়ের অভাব মিটিয়ে দেবে, আল্লাহ পাক তার অভাব মিটিয়ে দেবেন। যে ব্যক্তি, কোনো মুসলিমের বিপদ দূর করবে, আল্লাহ পাক তার বিনিময়ে কেয়ামতের দিন তাকে বিপদ থেকে মুক্ত করবেন। যে ব্যক্তি, মুসলমানের দোষত্রুটি গোপন রাখবে, আল্লাহ পাক রোজ কিয়ামতে তার দোষত্রুটি গোপন রাখবেন। (সহিহ মুসলিম, হাদিস-৬৩৪৪)