অর্থবছর শেষ হওয়ার আগেই সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ডসিভিল সার্জন সম্মেলন আজ: উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টাআসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, কমবে তাপমাত্রাইসরায়েলি হামলায় গাজায় ২৬ ফিলিস্তিনি নিহতব্যাংকের মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেল সরকার
No icon

কোনো মুসলিমের দোষত্রুটি গোপন রাখা

রাসূল সা: বলেছেন, এক মুসলিম আরেকজন মুসলিমের ভাই। সে তার ওপর জুলুম করে না এবং তাকে শত্রুর হাতে সমর্পণও করে না। আর যে তার ভাইয়ের অভাব মিটিয়ে দেবে, আল্লাহ পাক তার অভাব মিটিয়ে দেবেন। যে ব্যক্তি, কোনো মুসলিমের বিপদ দূর করবে, আল্লাহ পাক তার বিনিময়ে কেয়ামতের দিন তাকে বিপদ থেকে মুক্ত করবেন। যে ব্যক্তি, মুসলমানের দোষত্রুটি গোপন রাখবে, আল্লাহ পাক রোজ কিয়ামতে তার দোষত্রুটি গোপন রাখবেন। (সহিহ মুসলিম, হাদিস-৬৩৪৪)