গাজায় ইসরায়েলি হামলা চলছেই, নিহত আরও ৬১রোহিঙ্গা ক্যাম্পে সড়ক দুর্ঘটনায় নারী এনজিও কর্মী নিহতএলপিজি সিলিন্ডারের দাম বাড়লরেমিট্যান্স পাঠানোর তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্রদেড় লাখ বছর পর দেখা ধূমকেতু
No icon

ফরজ নামাজের পর যেসব দোয়া পড়তে হয়

প্রতি ওয়াক্তের ফরজ নামাজ শেষ করে রাসুল (সা.) বেশ কিছু দোয়া পড়তেন। সুন্নত আমল হিসেবে দোয়াগুলা খুবই গুরুত্বপূর্ণ। এমন কিছু দোয়া তুলে ধরা হলো। 

এক. ‘আল্লাহু আকবার’ একবার এবং ‘আসতাগফিরুল্লাহ’ তিনবার পড়া। 

দুই. ‘আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম’ একবার পড়া। 

তিন. ‘লা ইলাহা ইল্লাল্লাহু অহ্দাহু লা শারিকালাহু, লাহুল মুলকু অলাহুলহামদু অহুয়া আলা কুল্লি শাইয়িন কাদির’ একবার পড়া।

চার. ‘আল্লাহুম্মা লা মানিয়া লিমা আ’তাইতা, অলা মু’তিয়া লিমা মানা’তা অলা এনফাউ’ জাল জাদ্দি মিনকাল জাদ্দু’ একবার পড়া।  (সহিহ বুখারি)

পাঁচ. ‘লা হাউলা অলা কুউওয়াতা ইল্লা বিল্লাহ’ একবার পড়া।  (সহিহ মুসলিম)