বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিলব্রিটিশ পার্লামেন্টে আবারও আলোচনায় বাংলাদেশ পরিস্থিতিদেশের সব দলকে নিয়ে ‘জাতীয় ঐক্যের’ ডাক বিএনপিরতিন সমন্বয়ক ডিবি হেফাজতেকোটা সংস্কার আন্দোলনকারীদের প্রতি খোলা চিঠি মুক্তিযোদ্ধাদের
No icon

মদ পানকারীর ইবাদত নিরাপদ নয়

মদ পানকারী ব্যক্তির ইবাদত-বন্দেগি আল্লাহর দরবারে প্রত্যাখ্যাত হওয়ার ভয় আছে। কেননা রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “যে ব্যক্তি মদ পান করে এবং মাতাল হয়, ৪০ দিন পর্যন্ত তার নামাজ কবুল হয় না। সে মারা গেলে জাহান্নামে প্রবেশ করবে। আর যদি সে তাওবা করে, তবে আল্লাহ তায়ালা তার তাওবা কবুল করবেন। সে পুনরায় মদ পান করলে কিয়ামতের দিন আল্লাহ তাকে ‘রাদগাতুল খাবাল’ পান করাবেন। সাহাবিরা জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসুল! ‘রাদগাতুল খাবাল’ কী? তিনি বলেন, জাহান্নামিদের শরীর থেকে নির্গত পুঁজ ও রক্ত।” (সুনানে ইবনে মাজাহ, হাদিস : ৩৩৭৭)