থাইল্যান্ডে ছয় দিনের সফর শেষে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রীহিট অ্যালার্টেও স্কুল, নগণ্য উপস্থিতির অনেকে অসুস্থদুর্নীতি ও লুটপাট লুকিয়ে রাখতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে : রুহুল কবির রিজভীবাংলাদেশসহ ছয় দেশে সীমিত পরিমাণে পিঁয়াজ রপ্তানি করবে ভারততাপপ্রবাহের মধ্যেই আজ খুলছে স্কুল-কলেজ
No icon

ইফতারের সময় ক্ষমার বিশেষ দোয়া

সারাদিন আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখে ইফতার করা সুন্নাত। এটি রোজাদারের জন্য বরকতময় ও গুনাহ মাফের মাধ্যম। আল্লাহর কাছে ক্ষমা পেতে ইফতারের সময়ের ছোট্ট একটি দোয়া আছে। হাদিসে আছে ইফতারের সময়ের দোয়া আল্লাহ কবুল করেন। তাই এ সময়টিতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার দোয়া করা জরুরি।

ইফতারের মুহূর্তে ক্ষমা প্রার্থনার ছোট্ট দোয়াটি হলো:

يَا وَاسِعَ الْمَغْفِرَاتِ اِغْفِرلِىْ

উচ্চারণ: ইয়া ওয়াসিআল মাগফেরাতি ইগফিরলি।

অর্থ : হে মহান ক্ষমাকারী! আমাকে ক্ষমা করুন। (মুসলিম)

সুতরাং রোজাদার মুমিন মুসলমানের উচিত, রোজা রেখে নিজেদের গুনাহ মুক্তির চেষ্টায় ইফতারের মুহূর্তে এ ছোট্ট দোয়াটি বেশি বেশি পড়া।