দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়বেগম রোকেয়া দিবস আজনির্বাচনের দিনই গণভোট, মেনে নিল আন্দোলনরত ৮ দলখালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, এভারকেয়ারে জুবাইদা রহমানবুধবার তফসিল ঘোষণা, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট
No icon

জাপানে ৭ দশমিক ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামির আশঙ্কা

জাপানের উত্তর-পূর্ব অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার (৮ ডিসেম্বর) রাত ১১টা ১৫ মিনিটে এই ভূমিকম্পন অনুভূত হয়। জাপানের আবহাওয়া অধিদপ্তর (জেএমএ) এ তথ্য নিশ্চিত করেছে।জেএমএ জানিয়েছে, এই ভূমিকম্পের জন্য আগাম সতর্কতা জারি করা হয়েছিল। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল অওমোরি প্রদেশের উপকূলীয় এলাকায়। এর উৎস ছিল ৫০ কিলোমিটার গভীরে।প্রাথমিকভাবে এর মাত্রা ৭ দশমিক ৬ হিসেবে নির্ধারণ করা হয়েছে। তবে জাপানি ভূমিকম্প পরিমাপক সিসমিক ইনটেন্সিটি স্কেলে এর তীব্রতা ছিল আপার ৬, যেখানে সর্বোচ্চ স্কেল ৭।এই শক্তিশালী ভূমিকম্পের পরপরই জাপানের হোক্কাইডো, অওমোরি ও ইওয়াতে প্রদেশের প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়। সতর্কতায় বলা হয়েছে, ভূমিকম্পের প্রভাবে ৩ মিটার (প্রায় ১০ ফুট) পর্যন্ত সুনামি হতে পারে।