মেক্সিকোতে ঘূর্ণিঝড় ও ভূমিধসে নিহত ৪৪, নিখোঁজ ২৭সোমবার থেকে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণাসেনা কর্মকর্তাদের বিচার ইস্যুতে নানা আলোচনা, প্রশ্নঢাকায় বৃষ্টির আভাস নেই, যেমন থাকবে তাপমাত্রাশেষ পর্যন্ত এনসিপি ইতিবাচক অবস্থানে আসবে, আশা সিইসির
No icon

মেক্সিকোতে ঘূর্ণিঝড় ও ভূমিধসে নিহত ৪৪, নিখোঁজ ২৭

দুই মৌসুমি ঝড় প্রিসিলা ও রেমন্ড -এর আঘাতে ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে মেক্সিকো। এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৪৪ জন, নিখোঁজ রয়েছেন আরও ২৭ জন। রোববার (১২ অক্টোবর) দেশটির কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভেরাক্রুজ রাজ্যে। সেখান থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হিদালাগোতে ১৬ জন, পুয়েবলায় ৯ জন এবং কুয়েরেতারোতে ১ জন নিহত হয়েছেন।প্রিসিলা ও রেমন্ডের প্রভাবে ৬ থেকে ৯ অক্টোবর পর্যন্ত মেক্সিকোজুড়ে ভারী বৃষ্টিপাত হয়। শুধু ভেরাক্রুজেই তিন দিনে রেকর্ড করা হয়েছে ৫৪০ মিলিমিটার বৃষ্টি। এতে ভূমিধস ও ঝড়ো হাওয়ায় বহু স্থানে গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে, ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি।এ দুর্যোগে মেক্সিকোর ৫৫টি শহরে প্রায় ১৬ হাজার বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এখনও বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন প্রায় ৩ লাখ ২০ হাজার মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।ঘূর্ণিঝড় ও দুর্যোগের তেজ কমার পর উদ্ধার কাজে নামে সেনাবাহিনী ও দুর্যোগ মোকাবিলা কর্মীরা। প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাম এক্সে দেওয়া এক বার্তায় জানান, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে ত্রাণ ও উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। তিনি বলেন, কেউই বাদ যাবে না। প্রত্যেক ক্ষতিগ্রস্ত নাগরিক সহায়তা পাবে।