গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৭৫ জন নিহতফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে জাতিসংঘরাজনৈতিক প্রভাব কমাতে ক্ষমতা পাচ্ছে এনটিআরসিএআফগানিস্তানে বাড়ছে লাশের মিছিলনুরের ওপর হামলার ঘটনা তদন্তে কমিশন গঠন করে প্রজ্ঞাপন
No icon

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও কোচ সিম্পসন আর নেই

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও পরবর্তীতে কোচের দায়িত্ব পালন করা বব সিম্পসন আর নেই। আজ শনিবার ৮৯ বছর বয়সে মারা যান অস্ট্রেলিয়ার হয়ে ৬২টি টেস্ট ম্যাচ খেলা এই তারকা।ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড তার মৃত্যুর ঘোষণা দিয়ে বলেছেন, বব সিম্পসন অস্ট্রেলিয়ান ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন এবং যেসব ভাগ্যবান মানুষ তার খেলা দেখেছেন বা তার জ্ঞান নিতে পেরেছেন তাদের জন্য এটি একটি দুঃখের দিন।১৯৮০ ও ১৯৯০ এর দশকে অ্যালান বর্ডার ও মার্ক টেলরের অধিনায়কত্বে নবজাগরণ পায় অস্ট্রেলিয়া ক্রিকেট। সেই সময়ে কোচ ছিলেন এই সিম্পসন।খেলোয়াড় হিসেবে ১৯৫৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক হয় সিম্পসনের। এরপর ৬২ ম্যাচে ৪৬.৮১ গড়ে ৪ হাজার ৮৬৯ রান করেন, যার মধ্যে ১০টি সেঞ্চুরি এবং ২৭টি হাফ-সেঞ্চুরি ছিল। ১৯৬০ এর দশকে নিজেকে নির্ভরযোগ্য উদ্বোধনী ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি। ১৯৬৪ সালে তিনি ১ হাজার ৩৮১ রান করেন, যা সেই সময়ে একটি রেকর্ড। ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে তার সর্বোচ্চ টেস্ট স্কোর ৩১১।সিম্পসন একজন দক্ষ লেগস্পিনারও ছিলেন। ৭১ উইকেট ঝুলিতে আছে তার। এছড়াা স্লিপে দুর্দান্ত ফিল্ডিংও করতেন। খেলোয়াড় হিসেবে অবসরের আগে ভারতের বিপক্ষে তার শেষ টেস্টে ছিল। ১৯৬৮ সালে অবসর নেন তিনি। পরে ১৯৭৭ সালে ৪১ বছর বয়সে অবসর থেকে ফিরে এসে আবার দলকে নেতৃত্ব দেন।