বিএনপি-জামায়াতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক সন্ধ্যায়ড. ইউনূস থাকুক, তবে ভোট ডিসেম্বরেই চায় বিএনপিবৃষ্টির পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিসবিসিএস সিলেবাসে বড় পরিবর্তনদুপুরের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস
No icon

ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির জন্য কাজ করছে ফ্রান্স : জিন-নোয়েল ব্যারোট

ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির জন্য কাজ করছে প্যারিস বলে জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট।

ফ্রান্সের আরটিএল রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ব্যারোট বলেন, ফ্রান্স একটি স্বাধীনৃ ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির জন্য কাজ করছে।

 ফ্রান্সের এই প্রচেষ্টা অন্যান্য রাষ্ট্রকেও একই কাজ করতে অনুপ্রাণিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জিন-নোয়েল বলেন, “এই বিষয়গুলোতে কথা বলার সময় ফ্রান্সের কণ্ঠস্বর শোনা যায়। আমরা চাই অন্যান্য দেশ ফ্রান্সের সঙ্গে কাজ করুক, প্রতিশ্রুতিবদ্ধ হোক এবং ফ্রান্স অনিশ্চিত ফিলিস্তিনি রাষ্ট্রের অস্তিত্বের জন্য উপযুক্ত পরিস্থিতি তৈরিতে সহায়তা করুক।”

তিনি বলেন, “গাজায় জরুরি অগ্রাধিকার হলো যুদ্ধবিরতি এবং মানবিক সাহায্যের নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার... যেখানে দুর্ভিক্ষের ঝুঁকি বাস্তব। অবিলম্বে মানবিক সহায়তার প্রবেশাধিকার উন্মুক্ত করতে হবে।”

ইসরায়েলের গাজা দখলের ঘোষণার ব্যাপারে ফারাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি ‘অগ্রহণযোগ্য’ এবং ‘মানবিক আইনের লঙ্ঘন’। ফ্রান্স পরিকল্পিত ইসরায়েলি অভিযানের ‘তীব্র নিন্দা’ জানায়। সূত্র: আল-জাজিরা