আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে: জাহাঙ্গীর আলমপদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রীভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক দেশসাপ্তাহিক দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্সকয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান
No icon

ব্রাজিলে ব্যস্ত সড়কে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

সংবাদমাধ্যম সিএনএন ব্রাজিল জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটে সাও পাওলোর বারা ফুন্দার মারকিউস দে সাও ভিসেন্তেতে বিমানটি বিধ্বস্ত হয়।

মিলিটারি পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর পর বিমানের ভেতর থাকা দুজন পুড়ে নিহত হন। এছাড়া আহত হন ছয় জন। যারমধ্যে এক মোটরসাইকেল চালক ও বাসযাত্রী আছেন। দুজরের শরীরে আঘাত হানে বিমানের ধ্বংসাবশেষ।