২৫ ডিসেম্বর ঢাকায় ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানহাদির ব্রেইনে জটিল এক অপারেশনের প্রস্তুতি নিচ্ছেন সিঙ্গাপুরপ্রধান বিচারপতি ড. রেফাত আহমেদের বিদায়ী সংবর্ধনা আজশরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্নএকুশে বইমেলা পিছিয়ে ভোটের পর, শুরু ২০ ফেব্রুয়ারি
No icon

আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস কারফিউ জারি

চার দিন ধরে দাবানলে পুড়ছে আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। এখনও পুড়ছে বিস্তীর্ণ এলাকার বাড়িঘর। এরই মধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন। সরিয়ে নেওয়া হয়েছে ৩ লাখেরও বেশি বাসিন্দাকে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ১০ হাজারেরও বেশি ঘরবাড়ি ও স্থাপনা। পাঁচটি আলাদা আগুনের ঘটনায় ৩৭ হাজার একর এলাকা পুড়ে গেছে। পানির তীব্র সংকটে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে ফায়ার বিভাগের কর্মীরা।

দাবানলে পুড়ে গেছে ৫৮ মাইলেও বেশি এলাকা। মঙ্গলবার সবচেয়ে বড় দাবানল দেখা যায় প্যারাডাইস প্যালিসেডসে। ঘরবাড়ি পুড়ে যাওয়ার পাশাপাশি কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। উত্তর লস অ্যাঞ্জেলেস কাউন্টির আলটাডেনায় ইটন ফায়ারে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। পুড়ে গেছে ২১ বর্গমাইলেরও বেশি এলাকা।

এদিকে, লস অ্যাঞ্জেলেসজুড়ে জরুরি অবস্থা জারি থাকায় বিপাকে পড়েছে বাসিন্দারা। প্যাসিফিক প্যালিসেডস এবং মালিবুতে সবচেয়ে বড় দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনতে শুরু করেছেন ফায়ার বিভাগের কর্মীরা। মাত্র আট শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ছাড়া আলটাডেনা এলাকায় ইটনের আগুন তিন শতাংশ নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার বিভাগের প্রধান জেসন শিলিঙ্গার।