তাপমাত্রা নিয়ে দুঃসংবাদচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা স্থগিততিন দলের সঙ্গে আজ বিশেষ বৈঠকে বসছেন ড. ইউনূসনুরের ওপর হামলা অশনিসংকেত: শিবির সভাপতিস্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করলেন রাশেদ
No icon

যুদ্ধবিরতি ইসরাইলের জন্য কৌশলগত পরাজয়

লেবাননে ইসরাইলের যুদ্ধবিরতি মেনে নেয়া ইহুদি রাষ্ট্রের জন্য একটি ‘কৌশলগত পরাজয়’ বলে উল্লেখ করেছেন ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি।  তিনি হিজবুল্লাহ প্রধান নাইম কাসেমের কাছে এক বার্তায় এ কথা বলেছেন বলে বৃহস্পতিবার হিজবুল্লাহ-সংশ্লিষ্ট লেবানিজ গণমাধ্যম জানিয়েছে।

একইসাথে যুদ্ধবিরতি ইসরাইলের আড়ালে সরে যাওয়ার চিহ্ন বলেও দাবি করেন তিনি। গণমাধ্যমটির প্রতিবেদন অনুসারে, সালামির বার্তায় বলা হয়েছে যে ইসরাইল লেবাননে তার সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। যুদ্ধের সময় হিজবুল্লাহ বারবার বলেছে, গাজা উপত্যকায় ইসরাইলি সামরিক অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত তারা ইসরাইলে আক্রমণ চালিয়ে যাবে। এদিকে লেবাননে হিজবুল্লাহ ও ইসরাইলের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটির এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, হামাস গাজায় যুদ্ধবিরতির জন্য প্রস্তুত।

হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি চুক্তিটি ইসরাইলি মন্ত্রিসভা মঙ্গলবার অনুমোদন করে। বুধবার সকাল ১০টা থেকে এটি কার্যকর হয়। হামাসের এই কর্মকর্তা বলেন, ‘আমরা মিসর, কাতার ও তুরস্কের মধ্যস্থতাকারীদের জানিয়েছি যে হামাস একটি যুদ্ধবিরতি চুক্তি এবং বন্দী বিনিময়ের জন্য একটি গুরুতর চুক্তির জন্য প্রস্তুত। তবে তিনি চুক্তিতে বাধা দেয়ার অভিযোগ তুলেছে ইসরাইলের বিরুদ্ধে।
সূত্র : জেরুসালেম পোস্ট ও দি নিউজ ইন্টারন্যাশনাল