১৭ জেলায় ঝড়ের আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেতইসরায়েলি বিমান হামলায় বৈরুতে পাঁচজন নিহতযুক্তরাষ্ট্রে ২ লাখ ডলারে লবিস্ট নিয়োগ জয়েরআজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীসাবেক খাদ্যমন্ত্রী সাধন মজুমদার গ্রেপ্তার
No icon

যুক্তরাজ্যের পার্লামেন্টে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ৪ ব্রিটিশ নারী

যুক্তরাজ্যে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত চার ব্রিটিশ নারী। অবশ্য এই চারজনই যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে একাধিকবার নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন রুশনারা আলী, রুপা হক, টিউলিপ সিদ্দিক ও আপসানা বেগম।

এবারের নির্বাচনে লেবার পার্টি থেকে আটজন, কনজারভেটিভ পার্টি থেকে দুজনসহ অন্যান্য দলের মনোনয়নে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ৩৪ বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে নতুন করে আর কেউ জয়ী হতে পারেননি।