হজ শেষে দেশে ফিরেছেন প্রায় ১২ হাজার হাজি, মৃত্যু ৪৪খালেদা জিয়ার হৃদযন্ত্রে বসানো হলো পেসমেকারদুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাসরাজধানীতে আজ বন্ধ থাকবে যেসব সড়কঢাকার বাতাস আজ কিছুটা ভালো
No icon

যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে গোলাগুলি, শিশুসহ আহত ৮

যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটের শহরতলীতে এক পারিবারিক বিনোদনকেন্দ্রে দুর্বৃত্তের গোলাগুলিতে আহত হয়েছেন অন্তত আটজন। এর মাঝে অন্তত দুইজন শিশু। স্থানীয় সময় শনিবারের এ ঘটনার পর আত্মহত্যা করে ওই দুর্বৃত্ত।  রচেস্টার হিলস নামের এলাকায় গরম এড়াতে ওই বিনোদনকেন্দ্রে জড়ো হয়েছিলেন এলাকার বাসিন্দারা। সেখানে ফোয়ারা এবং পানির স্প্রে নিয়ে খেলছিল শিশুরা। বিকেল পাঁচটার পর পরই ওই দুর্বৃত্ত এসে অন্তত ২৮ বার গুলি করে।প্রাথমিকভাবে পুলিশ ধারণা করেছিল গুলিতে আহত হয়েছেন অন্তত ১০ জন। পরে হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায় আটজন আহত হয়েছেন।ওকল্যান্ড কাউন্টি শেরিফ মাইক বাউচার্ড জানান, এ ঘটনার পর এক সন্দেহভাজনকে অনুসরণ করে তার বাড়ি ঘেরাও করে রাখে পুলিশ। পরে জানা যায়, তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় একটি বন্দুক এবং তিনটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।