স্টার্টআপের আওতায় সর্বোচ্চ এক কোটি টাকা ঋণ দিতে পারে ব্যাংকনতুন টাকা ছাপাতে এবার খরচ হচ্ছে তিন গুণগাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪২ডিসেম্বরে নির্বাচনের সম্ভাব্য প্রস্তুতি কমিশনেরতৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প
No icon

ফের হাসপাতালে ভর্তি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি গত বছর প্রোটেস্ট ক্যান্সারের জন্য অস্ত্রোপচার করেছিলেন।পেন্টাগন জানিয়েছে, তিনি এবারও একই ধরনের স্বাস্থ্য জটিলতায় ভুগছেন।পেন্টাগন আরও জানিয়েছে, হোয়াইট হাউজকেও বিষয়টি জানানো হয়েছে। অস্টিন তার দায়িত্ব পালন করে যাবেন।গত বছরের ডিসেম্বর মাসেও একবার অস্টিন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। যদিও সেসময় বিষয়টি তিনি কাউকে জানাননি। এ নিয়ে বিতর্ক হলে পরে তিনি ক্ষমা চান। এরপর চলতি বছর তাকে আরো একবার হাসপাতালে ভর্তি করা হয়। তখন তিনি পা, হিপ ও তলপেটে তীব্র ব্যথা অনুভব করেছিলেন।