উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপিডিজিটাল নিরাপত্তা আইনে ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ফরিদপুরে বাস-পিকআপভ্যান সংঘর্ষে নিহত ১১গরমে বাড়ছে ডায়রিয়া, জ্বরবিভিন্ন স্থানে শিলাবৃষ্টির পূর্বাভাস
No icon

বাইডেনের বাড়ি থেকে গোপন নথি উদ্ধার

সব মিলিয়ে ১২টি গোপন নথি পাওয়া গিয়েছে বাইডেনের হেফাজত থেকে। যদিও এই নথিগুলি তাঁর ভাইস প্রেসিডেন্ট বা সেনেটর থাকার সময়ের বলেই জানা যাচ্ছে। ফের দেশের গোপন প্রশাসনিক নথি বাজেয়াপ্ত করা হল আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনের নিজের বাড়ি থেকে। তল্লাশির পর তাঁর ডেলাওয়্যারের বাড়ি থেকে ছ’টি গোপন নথি উদ্ধার হওয়ার কথা স্বীকার করে নিয়েছেন তাঁর আইনজীবী। যদিও বিষয়টিকে বেশি গুরুত্ব দিতে নারাজ প্রেসিডেন্ট। তাঁর দাবি, না-বুঝেই সেগুলি নিজের কাছে রেখেছিলেন তিনি। কিন্তু ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন কি না তা ঘোষণা করার ঠিক আগে এই বিতর্কে জড়ানো বাইডেনকে বেশ অস্বস্তির মধ্যেই ফেলল বলেই দাবি কূটনীতিকদের। গত বছরে ওয়াশিংটনে বাইডেনের নামে থাকা একটি দফতর থেকে কয়েকটি নথি বাজেয়াপ্ত করা হয়। আর এ বার বাকি নথি উদ্ধার হল তাঁর ডেলাওয়্যারের বাড়ি থেকে। বাইডেনের আইনজীবী বব বাওয়ার জানান, প্রায় ১২ ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয় বাইডেনের বাড়িতে। বসার ঘর থেকে শুরু করে কাজের জায়গা এমনকি গুদামঘরও ঘুরে দেখেন তদন্তকারীরা। এমনটাই জানিয়েছেন বাওয়ার।

সব মিলিয়ে ১২টি গোপন নথি পাওয়া গিয়েছে বাইডেনের হেফাজত থেকে। যদিও এই নথিগুলি তাঁর ভাইস প্রেসিডেন্ট বা সেনেটর থাকার সময়ের বলেই জানা যাচ্ছে। কূটনীতিকদের মতে, সেই কারণেই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না প্রেসিডেন্ট। এই প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে বাইডেনের জবাব, ‘‘আমার বিশ্বাস ওই নথিগুলোয় কিছুই তেমন নেই। আমার এ নিয়ে অনুশোচনাও নেই।’’