নতুন নির্বাচন কমিশনের শপথ রোববারপ্রস্তুত হচ্ছে নির্বাচনী মাঠবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণাগাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজারকুয়াশা ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
No icon

সীমান্ত খুলে দিচ্ছে সিঙ্গাপুর

বাইরের দেশের যাত্রীদের জন্য সীমান্ত বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুর। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, পর্যায়ক্রমে বিভিন্ন দেশের যাত্রীদের ওপর থেকে তুলে নেওয়া হবে বিধিনিষেধ। প্রথম ধাপে আছেন হংকং, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এই ৪ দেশের যাত্রীরা। বিধিনিষেধ শিথিল হলে এই চার দেশের যেসব যাত্রী সিঙ্গাপুরে প্রবেশ করবেন, তাদের জন্য কোয়ারেন্টাইন আর বাধ্যতামূলক থাকবে না।এর আগে গত বছর নভেম্বরের মাঝামাঝি সময়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া, ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়াসহ ১২ দেশের যাত্রীদের ক্ষেত্রে সীমান্ত বিধিনিষেধ শিথিল করেছিল সিঙ্গাপুরের সরকার; কিন্তু ওই মাসের শেষ দিকে বিশ্বজুড়ে ওমিক্রনের সংক্রমণ শুরু হওয়ার পর ডিসেম্বরে ফের বিধিনিষেধ কঠোর করে সিঙ্গাপুর।