আধুনিক বাংলা গানের শ্রেষ্ঠ কণ্ঠশিল্পীদের মধ্যে হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়রা একে একে চলে গিয়েছেন আগেই। এবার নিভলো সন্ধ্যা-প্রদীপও। বাংলা গানে স্বর্ণযুগের শেষ তারকা সন্ধ্যা মুখোপাধ্যায় আর নেই। আজ সন্ধ্যায় তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানায়, গত ২৬ জানুয়ারি বুধবার থেকেই অসুস্থ হয়ে পড়েন কিংবদন্তি এই সংগীতশিল্পী। পরদিন এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।হাসপাতাল থেকে জানা যায়, ফুসফুসে সংক্রমণ হয়েছিল তার। এরপর তাকে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। তড়িঘড়ি গঠিত হয় মেডিকেল বোর্ড।জানা যায়, রাতে শৌচাগারে পড়ে গিয়ে চোট পান শিল্পী। এর পর বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন। সেইসঙ্গে যোগ হয়েছিল শ্বাসকষ্টজনিত সমস্যাও। তার দুটি ফুসফুসেই সংক্রমণ দেখা দিলে তাকে আর ফেরানো যায়নি।এদিকে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।