নতুন নির্বাচন কমিশনের শপথ রোববারপ্রস্তুত হচ্ছে নির্বাচনী মাঠবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণাগাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজারকুয়াশা ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
No icon

মার্কিনিদের ইউক্রেন ছাড়ার নির্দেশ

মার্কিন নাগরিকদের এখনই ইউক্রেন ছাড়তে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেন-রাশিয়ার মধ্যে দীর্ঘ আলোচনা ব্যর্থ হওয়ার পর এমন নির্দেশনা দিলেন তিনি।জো বাইডেন ইউক্রেন নিয়ে উদ্বেগের কথা জানান। বাইডেন বলেন, এটা এমন নয় যে, আমরা একটি সন্ত্রাসী সংগঠনকে মোকাবিলা করছি। বিশ্বের বৃহত্তম সেনাবাহিনীকে সামলাতে হচ্ছে। তাই পরিস্থিতি যেকোনো সময় বিপজ্জনক হয়ে উঠতে পারে। সীমান্তের কাছে এক লাখের বেশি সেনা মোতায়েন করেও রাশিয়া বারবার ইউক্রেন আক্রমণের পরিকল্পনা অস্বীকার করেছে। এরই মধ্যে প্রতিবেশী বেলারুশের সঙ্গে ব্যাপক সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। কৃষ্ণসাগর ও আজভ সাগরে ইউক্রেনের নৌ চলাচলের পথ রাশিয়া বন্ধ করে দিয়েছে বলেও অভিযোগ তুলেছে কিয়েভ। তবে ক্রেমলিন বলেছে, সাবেক সোভিয়েত ইউনিয়ভুক্ত ইউক্রেন যেন ন্যাটো সামরিক জোটে যুক্ত না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ইউক্রেন ইস্যুতে উত্তেজনার মধ্যে ইউরোপ কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় নিরাপত্তা সংকটের মুখোমুখি হয়েছে।