নতুন নির্বাচন কমিশনের শপথ রোববারপ্রস্তুত হচ্ছে নির্বাচনী মাঠবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণাগাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজারকুয়াশা ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
No icon

হিজাব বিতর্ক: যা বললেন ভারতের সুপ্রিম কোর্ট

হিজাব ইস্যুতে কর্ণাটক হাইকোর্টের বৃহস্পতিবারের অন্তর্বর্তী আদেশকে চ্যালেঞ্জ করে ভারতের সুপ্রিম কোর্টে বিষয়টি দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন একজন। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই আবেদনে পরিপ্রেক্ষিতে ভারতের প্রধান বিচারপতি এনভি রমনা শুক্রবার ওই আবেদনকারীর আইনজীবীকে বিষয়টি এখনই জাতীয় পর্যায়ে আনা ঠিক কি না তা ভেবে দেখতে বলেন। চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত স্কুল-কলেজে শিক্ষার্থীদের হিজাব কিংবা গেরুয়া শালসহ যেকোনো ধরনের ধর্মীয় পোশাক পরার ক্ষেত্রে বিরত থাকার আদেশ অন্তর্বতী দিয়েছেন কর্ণাটক হাইকোট। জ্যেষ্ঠ আইনজীবী দেবদত্ত কামাত প্রধান বিচারপতি এনভি রমনার নেতৃত্বাধীন বেঞ্চের সামনে কর্ণাটক হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দাখিল করা আবেদন উত্থাপন করেন।

কামাত আবেদনে জানান, উচ্চ আদালত ছাত্রদের তাদের ধর্মীয় পরিচয় প্রকাশ করা থেকে বিরত রেখেছে। যার ফলস্বরূপ দেশটির সংবিধানের ২৫ ধারা মানা হয়নিএবং এটি আরও বড় পরিণতির দিকে নিয়ে যাবে। এ ব্যাপারে প্রধান বিচারপতি বলেন, আদালত এই ব্যাপারে ইতোমধ্যেই শুনানি করেছেন। সলিসিটর জেনারেল তুষার মেহতা আবেদন করেন, হাইকোর্টের আদেশ এখনও পর্যন্ত আসেনি এবং এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অনুমতি দেওয়া উচিত। এই ইস্যু ধর্মীয় কিংবা রাজনৈতিকভাবে না নেওয়ার ব্যাপারেও জোর দিয়েছেন তিনি।

এ ব্যাপারে প্রধান বিচারপতি মৌখিকভাবে জানান, এই বিষয়গুলো বৃহত্তম পর্যায়ে ছড়িয়ে দেবেন না। আমরা এ ব্যাপারে কিছু প্রকাশ করতে চাই না। বিচারপতি রমনা কাতাতকে বলেন, আমরা বিষয়টি দেখছি এবং আমরা জানি কি ঘটছে। ভাবুন, এটাকে জাতীয় পর্যায়ে আনা কি ঠিক হবে? আদালত বিষয়টির সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত শিক্ষার্থীদের ধর্মীয় পোশাক না পরার জন্য কর্ণাটক হাইকোর্টের অন্তর্বর্তী আদেশকে চ্যালেঞ্জ করে একজন আবেদনকারীর আবেদনের কথা উল্লেখ করেছেন কামাত। প্রধান বিচারপতি জোর দিয়ে বলেন, কারো সাংবিধানিক অধিকার লঙ্ঘন হলে সবার সাংবিধানিক অধিকার রক্ষায় যথাযথ সময়ে হস্তক্ষেপ করা হবে।

তবে সর্বোচ্চ আদালত এ ব্যাপারে হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানিয়েছে। সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ জানায়, যথাসময়ে এ ব্যাপারে হস্তক্ষেপ করা হবে। এদিকে, এ ব্যাপারে অ্যাডভোকেট রহমতুল্লাহ কোথায়াল এবং আদিল আহমেদ আরেকটি আবেদন করেছেন। ওই আবেদনে বলা হয়েছে, হিজাব পরার অধিকার ১৯(১)(এ) এবং ২৫ নং অনুচ্ছেদের অধীনে গোপনীয়তার অধিকার এবং বিবেকের স্বাধীনতার অধীনে মত প্রকাশের অধিকারের অধীনে পড়ে।বৈধ আইন ছাড়া সেটা লঙ্ঘন করা যাবে না। গত এক মাসের বেশি সময় ধরে কর্ণাটকের বিভিন্ন স্কুল কলেজে হিজাব পরে ক্লাস করার অনুমতির দাবিতে আন্দোলন করছে মুসলিম ছাত্রীরা। অন্যদিকে হিন্দু শিক্ষার্থীরা গেরুয়া ওড়না পরে হিজাববিরোধী আন্দোলন শুরু করে।