ব্যাংক আলফালাহর ব্যবসা অধিগ্রহণ করবে ব্যাংক এশিয়াআজ এক ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট সেবাথাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রীআনাড়ি হাতে ২০ টন ট্রাক, ফের সড়কে ঝরল ১৪ প্রাণইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র
No icon

টিকা না নেওয়ায় মাঠে ঢুকতে পারলেন না ব্রাজিল প্রেসিডেন্ট

টিকা না নেওয়ায় স্টেডিয়ামে ঢুকতে পারেননি ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। তিনি চেয়েছিলেন সান্তোস ও গ্রেমিওর মধ্যে ম্যাচটি মাঠে বসে উপভোগ করতে। কিন্তু টিকা না নেওয়ায় তাকে মাঠে প্রবেশ করতে দেওয়া হয়নি। স্থানীয় একটি সংবাদমাধ্যমে ব্রাজিলের প্রেসিডেন্ট নিজেই এ কথা জানান।করোনা মহামারিতে এই প্রথমবারের মতো স্টেডিয়ামে বসে দর্শকদের খেলা দেখার সুযোগ দিয়েছিলো। ম্যাচ শুরুর আগেই সান্তোস কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিলো যে, যারা টিকা নিয়েছেন এবং যাদের পিসিআর টেস্টে রিপোর্ট নেগেটিভ এসেছে তারাই স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পাবেন। আর প্রেসিডেন্ট বোলসোনারো যেহেতু টিকা নেননি, তাই তাকে মাঠে বসে খেলা দেখার অনুমতি দেওয়া হয়নি বলে মনে করা হচ্ছে। বোলসোনারো বলেন, আমাকে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেয়নি সান্তোস কর্তৃপক্ষ। আমি চেয়েছিলাম ম্যাচটি মাঠে বসে দেখতে। তারা বলেন, খেলা দেখতে হলে অবশ্যই টিকা নিতে হবে। কিন্তু কেন?করোনার টিকা গ্রহণে অনাগ্রহ প্রকাশ ও অন্যান্যদেরকে টিকা নিতে নিরুৎসাহিত করায় আগেও খবরের শিরোনামে এসেছিলেন বোলসোনারো। তার দাবি, একবার করোনায় আক্রান্ত হওয়ার পর তার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। তাই আর টিকা নেওয়ার প্রয়োজন নেই।