
দেশের মাঠ পর্যায়ের স্বাস্থ্য প্রশাসকদের অংশগ্রহণে আজ সোমবার (১২ মে) সিভিল সার্জন সম্মেলন অনুষ্ঠিত হবে।সকাল সাড়ে ১০টায় তেজগাঁও কার্যালয়ের শাপলা হলে এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।সম্মেলনে জেলা সিভিল সার্জনদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন তিনি।প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।বিভিন্ন সূত্রে জানা গেছে, ডিসি সম্মেলনের মতো প্রথমবার ৬৪ জেলার সিভিল সার্জনদের নিয়ে এ সম্মেলন হতে যাচ্ছে।দেশের স্বাস্থ্যখাত সংস্কার উদ্যোগের অংশ হিসেবে জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের কাছে চ্যালেঞ্জ ও করণীয় সম্পর্কে জানতে চাইবেন নীতিনির্ধারকরা।