ঢাকায় বাড়ছে শীতএবার বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল ভারত সরকারশেখ হাসিনা, সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিচার শুরু আলোচনা থাকলেও আপাতত উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে নাপুরান ঢাকার আরমানিটোলায় ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ড
No icon

ইসির ৪ কর্মকর্তাকে বদলি

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের ৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।  রবিবার নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাঙামাটির সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেনকে বদলি করে উপ-সচিব হিসেবে সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধি-শাখায় আনা হয়েছে। নির্বাচন পরিচালনা-২ অধি-শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমানকে বদলি করে নির্বাচন পরিচালনা-১ অধি-শাখার দায়িত্ব দেওয়া হয়েছে।এছাড়া নির্বাচন পরিচালনা-১ অধি-শাখার উপ-সচিব এম, মাজহারুল ইসলাম বদলি করে মানবসম্পদ উন্নয়ন ও কল্যাণ অধি-শাখা উপ-সচিব করা হয়েছে। মানবসম্পদ উন্নয়ন ও কল্যাণ অধি-শাখার উপ-সচিবকে মোহাম্মদ নুরুল আলমকে বদলি করে রাঙ্গামাটির সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।