দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টি প্রস্তুতি নিলেও অংশগ্রহণ করবে কি না, তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু। গতকাল বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে জাপার বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। বৈঠক শেষে চুন্নু সাংবাদিকদের বলেন, নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়ে তৃণমূলের মতামত ও দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টি। আসন্ন নির্বাচন নিয়ে জাতীয় পার্টির অবস্থানের বিষয়ে মুজিবুল হক চুন্নু বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে জাতীয় পার্টি সিদ্ধান্ত নেবে। পিটার হাসের সঙ্গে বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ প্রমুখ।