স্টার্টআপের আওতায় সর্বোচ্চ এক কোটি টাকা ঋণ দিতে পারে ব্যাংকনতুন টাকা ছাপাতে এবার খরচ হচ্ছে তিন গুণগাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪২ডিসেম্বরে নির্বাচনের সম্ভাব্য প্রস্তুতি কমিশনেরতৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প
No icon

খেলা ২২ বছর পর অস্ট্রেলিয়ায় সিরিজ জিতল পাকিস্তান

জয়ের খুব কাছে গিয়েও প্রথম ম্যাচে হেরেছিল পাকিস্তান। এরপর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতায় ফেরায় মোহাম্মদ রিজওয়ানের দল। তাই দু'দলের জন্যই সিরিজের শেষ ম্যাচ ছিল অলিখিত ফাইনাল। এমন ম্যাচে অজিদের ৮ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারীরা। একইসঙ্গে অস্ট্রেলিয়ায় ২২ বছর পর তারা ওয়ানডে সিরিজ জিতল। এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে দুই দলের দ্বিপাক্ষিক সিরিজে সর্বশেষ ২০০২ সালে জিতেছিল পাকিস্তান। ফরম্যাটটিতে আরেকটি সিরিজ জিততে তাদের অপেক্ষা করতে হলো ২২ বছর।