আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগরাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বাড়ল ২৪ হাজার কোটি টাকাপোস্টাল ব্যালটে নিবন্ধন করা যাবে ৩১ ডিসেম্বর পর্যন্তবড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়আজ ফিরছেন তারেক রহমান
No icon

বিসিবি পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। বুধবার পদত্যাগ পত্র জমা দিয়েছেন বিসিবির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সাবেক এই ক্রিকেটার।

দীর্ঘদিন থেকে বিসিবির পরিচালকের পদে ছিলেন সুজন। ছিলেন গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধানও। এছাড়াও কাজ করেছেন নানা গুরুত্বপূর্ণ ভূমিকায়। ক্রিকেট অপারেশন্স কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করতে দেখা গেছে তাকে। বাংলাদেশ ক্রিকেটের প্রভাবশালী কর্মকর্তা হিসেবেই বিসিবিতে ছিলেন সুজন। বিদায়ী সভাপতি নাজমুল হাসান পাপনের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত ছিলেন তিনি। ফলে বোর্ডের দায়িত্বে থেকেও নানান সময় বাহিরে কাজ কর‍তে দেখা গেছে তাকে।

কখনো টিম ডিরেক্টর, অন্তর্বর্তীকালীন কোচ, টিম ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন তিনি। দায়িত্ব পালন করেছেন বিভিন্ন ক্লাবের কোচ হিসেবেও। বিপিএলেও বিভিন্ন দলের কোচ হিসেবেও দেখা গেছে তাকে। বিসিবির সাবেক প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন পদত্যাগ করার পর বিসিবির পরিচালকদের পদত্যাগের হিড়িক পড়ে। জালাল ইউনুস, শফিউল আলম চৌধুরী নাদেল এবং নাইমুর রহমান দূর্জয়ের পর এবার ওই তালিকায় নাম লেখালেন সুজনও।