ইসরায়েলি হামলায় আরও ৭২ ফিলিস্তিনি নিহতঅবশেষে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলঢাকায় হতে পারে বজ্রবৃষ্টিকাতারে হামলা চালিয়েছে ইসরায়েলঢাকায় বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস
No icon

টানা তৃতীয় দিনের মতো ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ রুট ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক কার্যত অচল হয়ে পড়েছে।হাইওয়ে পুলিশের তথ্যমতে, সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ এলাকায় ৬০ ৭০ জন এবং আলগী ইউনিয়নের সুয়াদি এলাকায় প্রায় ১২০ জন বসে বিক্ষোভ শুরু করেন। একইভাবে সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের পুখুরিয়া, হামিরদী ও নওয়াপাড়া এলাকায় শতাধিক মানুষ গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। এতে বাস, ট্রাক, মাইক্রোবাসসহ শত শত যানবাহন আটকা পড়ে যায়। সকাল সাড়ে ৭টার পর থেকে ভাঙ্গা গোলচত্বরে অবস্থান নেন বিক্ষোভকারীরা।

অবরোধে অংশ নেওয়া আন্দোলনকারীরা বলেন, আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করার গেজেট কোনোভাবেই তারা মানবেন না। তাদের দাবি, ভাঙ্গা থাকবে ভাঙ্গাতেই, এই দাবিতে আমরা যতদিন প্রয়োজন, ততদিন সড়কে থাকব।ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান জানান, ভোর থেকে কয়েকশ মানুষ মহাসড়কে অবস্থান নিয়েছে। তারা স্পষ্ট জানিয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাস্তা ছাড়বে না। এতে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে।গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে বাদ দিয়ে ফরিদপুর-২ আসনে যুক্ত করে। এর প্রতিবাদে ভাঙ্গায় কয়েক দফা মহাসড়ক অবরোধ, মানববন্ধন এবং হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।