স্টার্টআপের আওতায় সর্বোচ্চ এক কোটি টাকা ঋণ দিতে পারে ব্যাংকনতুন টাকা ছাপাতে এবার খরচ হচ্ছে তিন গুণগাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪২ডিসেম্বরে নির্বাচনের সম্ভাব্য প্রস্তুতি কমিশনেরতৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প
No icon

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি

উত্তরের জেলা পঞ্চগড়ে গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১২-১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠা-নামা করছে। হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের কাছাকাছি হওয়াতে এই এলাকায় শীতের প্রকোপ তুলনামূলকভাবে একটু বেশিই হয়।আজ শুক্রবার সকাল ৬ টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে প্রথম শ্রেণির আবহাওয়া পর্যাবেক্ষণাগার কার্যালয়।সকাল ৮ টার পর থেকে বিভিন্ন এলাকায় দেখা যায়, হালকা কুয়াশার ফাক গলে সূর্যের আলোর হালকা দ্যুতি ছড়াচ্ছে। উত্তরাঞ্চলের এ জেলার জনপদে অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহ থেকেই শীতের আমেজ শুরু হয়েছে। এত শীতের মধ্যেও ভোর থেকেই শ্রমজীবী দিনমজুর, পাথর ও চা শ্রমিক এবং সেই সঙ্গে ভ্যানচালকসহ কৃষকরা কাজে নেমে পড়ে।সাধারণত সন্ধ্যার পর থেকেই উত্তরীয় হিমেল হাওয়ায় শীতের উপস্থিতি বেশ জেঁকে বসে এলাকায়। মূলত বরফের পাহাড় হিমালয়-কাঞ্চনজঙ্ঘার প্রতিবেশী এলাকা হওয়াতে এ অঞ্চলে শীতের আগমনী বার্তা অনেক আগে থেকেই পরিলক্ষিত হয়। শীতকে কেন্দ্র করে এ অঞ্চলের বাজারগুলোতে ভাপা, চিতই, পৌকন পিঠাসহ নানা রকম শীতকালিন উঠতে শুরু করেছে।পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতের কাছাকাছি হওয়ায় হিমেল বাতাস ও হালকা কুয়াশার কারণে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। আজ শুক্রবার সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।তিনি বলেন, বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১২-১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। বেশ ঠান্ডা পড়েছে। বিশেষ করে এ অঞ্চলটি হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতের কাছাকাছি হওয়ায় শীত অনুভত হয়।