১৮ জুলাই পালিত হবে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস’মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টাদেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাসআগামী বছরের শুরুতেই নির্বাচন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ড. ইউনূসমগবাজারে আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের রহস্যজনক মৃত্যু
No icon

পঞ্চগড়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

পঞ্চগড়ের আটোয়ারীতে বজ্রপাতে পখিন চন্দ্র বর্মন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে আটোয়ারী উপজেলার আলোয়াখোয়ার ঝাকুয়া পাড়ায় ঘটনাটি ঘটে। নিহত পখিন চন্দ্র বর্মন একই গ্রামের ধীরেন চন্দ্র বর্মনের ছেলে।স্থানীয়রা জানায়, বিকেলের পর গরু ছাগলের জন্য মাঠে ঘাস কাটতে যায় পাখি। ঘাস নিয়ে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আটোয়ারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিঞা বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।