পাকিস্তানের হামলা, ভারতের বিভিন্ন শহরে ব্ল্যাকআউটআজ যেমন থাকবে ঢাকার আবহাওয়াসাবেক রাষ্ট্রপতি হামিদের দেশত্যাগ, ৩ পুলিশ কর্মকর্তার শাস্তিভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে যা জানাল ইইউভারতে ২৪টি বিমানবন্দর বেসামরিক সেবার জন্য বন্ধ ঘোষণা
No icon

পঞ্চগড়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

পঞ্চগড়ের আটোয়ারীতে বজ্রপাতে পখিন চন্দ্র বর্মন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে আটোয়ারী উপজেলার আলোয়াখোয়ার ঝাকুয়া পাড়ায় ঘটনাটি ঘটে। নিহত পখিন চন্দ্র বর্মন একই গ্রামের ধীরেন চন্দ্র বর্মনের ছেলে।স্থানীয়রা জানায়, বিকেলের পর গরু ছাগলের জন্য মাঠে ঘাস কাটতে যায় পাখি। ঘাস নিয়ে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আটোয়ারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিঞা বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।