প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আজইরানবিরোধী নীলনকশায় ট্রাম্প জড়িতবরফে ঢাকা ভূপ্রকৃতির নতুন মানচিত্র প্রকাশজোট নিয়ে সন্তুষ্টি, স্বতন্ত্র প্রার্থী নিয়ে বিপাকে বিএনপিইসিতে অষ্টম দিনের আপিল শুনানি চলছে
No icon

‘নিয়ম মানার হেলমেট’ পাওয়া যায় ১০০ টাকায় ঢাকার ফুটপাতে

রাজধানীতে মোটরসাইকেলে যাত্রী পরিবহন অনেক বেড়েছে। ট্রাফিক আইন অনুযায়ী চালকের সঙ্গে যাত্রীর মাথায়ও হেলমেট থাকতে হয়। নয়তো ট্রাফিক পুলিশ মামলা দিয়ে বসেন। তাই চলতি পথে কেউ পুলিশের মামলা থেকে বাঁচতে, কেউ চুরি যাওয়া থেকে রক্ষা পেতে কেনেন এসব হেলমেট। অনেকে আবার কেনেন কিছুটা কম দামে পাওয়ায়। দামে সস্তা হলেও এসব হেলমেট যাত্রীদের কতটা সুরক্ষা দিতে পারে, তা নিয়ে রয়েছে শঙ্কা। এ যেন কেবলই নিয়ম মানার হেলমেট।