দেশি উদ্যোক্তারা অস্তিত্ব সংকটেমধ্যরাতে মোহাম্মদপুরে গাড়ির গ্যারেজে আগুনবড় হচ্ছে এলপিজি বাজারপঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামল তাপমাত্রা১৫ জেলায় নতুন ডিসি
No icon

মধ্যরাতে মোহাম্মদপুরে গাড়ির গ্যারেজে আগুন

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকার একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই আগুনে বেশ কয়েকটি গাড়ি পুড়ে গেছে।শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন।স্থানীয়রা জানান, আগুন লাগার কিছুক্ষণ পর বিকট শব্দ হয়। মনে হচ্ছিল সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। আগুনে বেশ কয়েকটি গাড়ি পুড়েছে। তবে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।ডিউটি অফিসার শাহজাহান হোসেন জানান, মোহাম্মদপুরের বেড়িবাঁধে ইউল্যাব ইউনিভার্সিটির সামনে একটি গাড়ির গ্যারেজে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আগুনে দুইটি মাইক্রোবাস এবং একটি পিকআপ ক্ষতিগ্রস্ত হয়। তবে হতাহাতে কোনো ঘটনা ঘটেনি।