স্টার্টআপের আওতায় সর্বোচ্চ এক কোটি টাকা ঋণ দিতে পারে ব্যাংকনতুন টাকা ছাপাতে এবার খরচ হচ্ছে তিন গুণগাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪২ডিসেম্বরে নির্বাচনের সম্ভাব্য প্রস্তুতি কমিশনেরতৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প
No icon

কড়াইল বস্তিতে আগুন, নেভাতে গেছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া গেছে। আজ বিকেল সোয়া চারটির দিকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। আর দুটি ইউনিট রাস্তায় রয়েছে। নতুন করে আরও ইউনিট যেতে পারে। রাস্তায় যানজট থাকায় ঘটনাস্থলে ইউনিট যেতে দেরি হচ্ছে।