সারা দেশে বৃষ্টির আভাসপ্রাথমিক শিক্ষক নিয়োগে আসছে বড় পরিবর্তন: গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়পার্বত্য ৩ জেলায় সাধারণ ছুটি রোববারসাধারণ মানুষ এই সরকারকে আরও ৫ বছর চাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টাযুক্তরাষ্ট্রে নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, তিন শিশুসহ নিহত ৬
No icon

ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস বৃহস্পতিবার বন্ধ থাকবে

সরকারি চাকরিতে কোটাবিরোধী চলমান ছাত্রবিক্ষোভের কারণে বৃহস্পতিবার ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাস সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে। বুধবার দূতাবাসের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।দূতাবাস সূত্রে বলা হয়েছে, কোটাবিরোধী ছাত্রবিক্ষোভ গত কয়েকদিন ধরে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়েছে। এছাড়াও দেশের অন্যান্য শহরে সহিংস সংঘর্ষের খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতির কারণে বৃহস্পতিবার (জুলাই ১৮) ঢাকার মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে।মার্কিন নাগরিকদের সতর্ক থাকা উচিত এবং তাদের ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করা উচিত। বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের চারপাশের এলাকায় তাদের না যাওয়ার পরামর্শ দেওয়া হলো। এছাড়াও কোনো বড় সমাবেশের আশেপাশে বা বিক্ষোভ এড়িয়ে চলা উচিত এবং সতর্কতা অবলম্বন করা উচিত।আমেরিকান নাগরিকদের জরুরি অবস্থার জন্য DhakaACS@state.gov-এর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়।