বিএনপি- জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক দলের দ্বিতীয় দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের আজ দ্বিতীয় দিনে রাজধানীর সড়কগুলোতে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি কম চলতে দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষসহ অফিসগামী যাত্রীরা। প্রায় সবগুলো বাস স্টপেজে দেখা গেছে, যাত্রীদের ভীড়।আজ সোমবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায ঘুরে এমন চিত্র দেখা গেছে। এ সময় অফিসগামী অনেককে হেঁটে যেতে দেখা যায়।সরেজমিনে রাজধানীর গুলিস্তান, পল্টন, প্রেসক্লাব, শাহবাগ, বাংলামোটর ও কারওয়ান বাজার, মিরপুর-১০, শেওড়াপাড়া, কাজীপাড়া, আগারগাঁও, ফার্মগেট এলাকায় খুব কম গণপরিবহন চলতে দেখা গেছে। গণপরিবহন যেগুলো রাস্তায় দেখা গেছে সেগুলোতে ছিল যাত্রীদের ভীড়।বাস স্টপেজে অনেককেই দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কেউ কেউ হেঁটেই রওনা হয়েছেন গন্তব্যে।
তাবে রাস্তায় রিকশা, মোটরসাইকেল কিছুটা স্বাভাবিক দেখা গেছে।বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত তাবাসসুম তানজিম অন্তরা নামের এক নারী বলেন, আমার অফিস তেঁজগাও শিল্প এলাকায়। রামপুরা বাস স্টপেজ থেকে স্বাভাবিক দিনে বউ বাজার এলাকার বাস পেলেও অবরোধের কারণে আজ রাস্তায় গণপরিবহন নেই। সকাল ৮টার মধ্যে অফিসে যেতে হয়, রাস্তায় গাড়ি না থাকায় হেঁটে যেতে হচ্ছে। আবার অফিসে যেতে দেরি হলে সিনিয়রদের কাছে জবাবদিহি করতে হয়।আজিম রানা নামের এক যাত্রী বলেন, শেওড়াপাড়া এলাকায় গণপরিবহনের সংখ্যা খুবই কম। দুই-একটা যাও পাওয়া যায়, তাতে যাত্রীদের ভিড় অনেক। পরিবহন না থাকায় অফিস যেতে ভোগান্তির শিকার হতে হচ্ছে।এর আগে দ্বিতীয় দফায় অবরোধ শুরুর প্রথম দিন গতকাল রবিবারও রাজধানীর রাস্তায় গণপরিবহনের সংখ্যা কম ছিল। ফলে সেদিনও ভোগান্তিতে পড়তে দেখা গেছে যাত্রীদের।