যুদ্ধবিরতি সম্পর্কে ইসরায়েলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পেলো হামাসঝুম বৃষ্টিতে স্বস্তি ফিরলো সিলেটেজলবায়ু পরিবর্তনজনিত কতটা ঝুঁকিতে বাংলাদেশতানজানিয়ায় ভারী বৃষ্টি-ভূমিধসে নিহত ১৫৫মাসের শুরুতে বৃষ্টির আভাস, গরম কমা নিয়ে সংশয়
No icon

ঢাকা ফেরা মানুষের স্রোত

প্রিয়জনের সঙ্গে ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সড়ক, রেল ও নৌপথে ফিরতি মানুষের চাপ বাড়লেও ছিল না তেমন ভোগান্তি। গতকাল সায়েদাবাদ-যাত্রাবাড়ী এলাকা দিয়ে স্বাভাবিকভাবেই নিজ নিজ গন্তব্যে পৌঁছেন তারা। সড়কে মানুষের তেমন জটলা বা যানজট ছিল না। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের কিছুটা ভিড় ছিল। এ ছাড়া নৌপথে রাজধানীতে নির্বিঘ্নে ফিরেছে মানুষ।

সড়কপথে ভিড় : যাত্রাবাড়ী প্রবেশমুখ দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত লোকজনকে ফিরতে দেখা যায়। সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনাল, যাত্রাবাড়ী মোড়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইন বোর্ড, মাতুয়াইল, শনিরআখড়া, রায়েরবাগ, ঢাকা-মাওয়া সড়কের দোলাইরপাড়, পোস্তগোলা এলাকায় মানুষের ভিড় ছিল। তবে নগর পরিবহনগুলো সিটিং করে চলায় এবং অতিরিক্ত ভাড়া নেওয়ায় যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে।

রেলস্টেশনে ঢাকা ফেরা মানুষের চাপ :গত দুই দিন ট্রেন স্টেশনে খুব বেশি ভিড় না থাকলেও গতকাল সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে ভিড় লক্ষ্য করা গেছে। ট্রেনের শিডিউল বিপর্যয় না ঘটলেও অনেক ট্রেন নির্দিষ্ট সময়ের চেয়ে দেরিতে ছেড়েছে। যাত্রীরা অভিযোগ করেছেন, টিকিট কেটেও অতিরিক্ত মানুষের চাপে নির্দিষ্ট সিটে তাঁরা বসতে পারেননি। এর সঙ্গে অতিরিক্ত গরম দীর্ঘযাত্রাকে আরও কষ্টকর করেছে।গতকাল সকাল থেকে ধূমকেতু এক্সপ্রেস, নীল সাগর, সুন্দরবন, রংপুর, একতা, যমুনা, উপবন, তূর্ণা নিশিথা, পারাবত, সুবর্ণ, মোহনাগঞ্জ, এগারসিন্দু, রংপুর এক্সপ্রেস ও জামালপুর কমিউটারসহ কয়েকটি ট্রেন ঢাকায় এসে পৌঁছেছে।

লঞ্চে ভোগান্তি নেই: রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। গতকাল দুপুরে ঘাটে এসে এমনচিত্র দেখা যায়। সরেজমিনে দেখা যায়, পরিবারের সঙ্গে ঈদ শেষ করে কর্মস্থলে ফিরতে মানুষজন দৌলতদিয়া ঘাটে ভিড় করছেন। তারা ঘাটে এসে ভোগান্তি ছাড়াই ফেরি অথবা লঞ্চে নদী পার হচ্ছেন। ঘাট এলাকায় ঢাকামুখী যাত্রীর চাপ থাকলেও ঘাটের চিরচেনা সেই যানবাহনের দীর্ঘ সারি আর নেই। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বাস ও পণ্যবাহী ট্রাক ঘাটে এসেই সরাসরি ফেরির দেখা পাচ্ছে। দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. শিহাব উদ্দীন বলেন, আমাদের ধারণা ছিল শুক্রবার ও শনিবার দুই দিন যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পাবে। সেই দিক বিবেচনা করে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৬টি ফেরি চলাচল করছে।